Mohun Bagan Avenew: প্রতীক্ষার অবসান, লাল-হলুদের শহরে উদ্বোধন হল মোহনবাগান অ্যাভিনিউ-এর

Sun, 02 Apr 2023-3:30 pm,

শিলিগুড়ির মহানন্দা ব্রিজ সংলগ্ন এয়ারভিউ মোড় থেকে যে রাস্তা নিরঞ্জন ঘাটের দিকে নামে সেই রাস্তা ধরে সূর্যসেন পার্ক পর্যন্ত রাস্তার নাম হল " মোহনবাগান অ্যাভিনিউ"। লাল-হলুদের শহরে মোহনবাগান অ্যাভিনিউকে কেন্দ্র করে বেজায় উচ্ছাসিত সবুজ-মেরুন।  -তথ্য-নারায়ণ সিংহ রায়, ছবি-পার্থ প্রতিম দাস

 

শনিবারই শহরে এসে উপস্থিত হয়েছেন মোহনাবাগানের সচিব দেবাশীষ দত্ত সহ সমর্থকেরা। গোটা শহরকে সবুজ-মেরুনে সাজিয়ে তুলেছেন তারা। শিলিগুড়ির হিলকার্ট রোড থেকে মিছিল করে পৌঁছায় মোহনবাগান অ্যাভিনিউতে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রিড়াপ্রেমীরা , শিলিগুড়ি পুরনিগমের মেয়র, ডেপুটি মেয়র সহ মেয়র পারিষদ ও জেলা শাসক সহ শিলিগুড়ি পুলিশ কমিশনার। গান গেয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন মেয়র গৌতম দেব।  -তথ্য-নারায়ণ সিংহ রায়, ছবি-পার্থ প্রতিম দাস

মোহনবাগান অ্যাভিনিউয়ের ফলক উদ্বোধন করেন মেয়র গৌতম দেব-সহ মোহনবাগান ক্লাবের সচিব দেবাশীষ দত্ত। এরপর মোহনবাগান অ্যাভিনিউয়ে হাঁটেতে হাঁটতে মেয়র গৌতম দেব জানান ,  "ইস্টবেঙ্গল লেনও হবে। তাদের কর্তাদের সাথে কথা হয়েছে। তারিখ চুড়ান্ত হলেই ইস্টবেঙ্গল লেনের কাজও শুরু হবে৷ মোহনবাগান এগিয়ে গেলে পাশে ইস্টবেঙ্গল না দৌঁড়লে লড়াই জমবে না৷ এই লড়াই শতাব্দী প্রাচীন লড়াই। -তথ্য-নারায়ণ সিংহ রায়, ছবি-পার্থ প্রতিম দাস

মোহনবাগান অ্যাভিনিউয়ের কাজ এখনও চলছে। কিভাবে আরও সুন্দর করে গড়ে তোলা যায় সেই চেষ্টায় পুরনিগম। মোহনবাগান ক্লাবের প্রতীক পাল তোলা নৌকা। মহানন্দা নদীর পাশে মোহনবাগান অ্যাভিনিউ যথার্থ হয়েছে। তবে স্থায়ী কোন চিহ্ণ এই রাস্তায় তৈরি করা হবে।" -তথ্য-নারায়ণ সিংহ রায়, ছবি-পার্থ প্রতিম দাস

অন্যদিকে ইস্টবেঙ্গলকে খোঁচা দিয়েই শুরু করেন মোহবাগান সচিব দেবাশীষ দত্ত। তিনি বলেন ,  "যেটা প্রথমে হয় সেটাই সকলে মনে রাখে। এরপর অনেক থাকবে তা আর অত মাথায় থাকবে না। শুধুমাত্র শিলিগুড়ি নয় , পশ্চিমবঙ্গেত ইতিহাসে কোথাও কখনও এমন হয়নি। ১৩৫ বছর ক্লাবের বয়স হতে চলল। কলকাতার বাইরে এটা হবে কেউ কখনও ভাবেনি। মেয়র এবং ডেপুটি মেয়রের সাথে কথা হয়৷ তারা ব্যাপক উৎসাহ দেখান গোটা বিষয়টাকে নিয়ে। এটা একটা ঐতিহাসিক কাজ। শিলিগুড়ির অক্সিজেন নেওয়ার জায়গা একমাত্র মোহনবাগান অ্যাভিনিউ হবে।" -তথ্য-নারায়ণ সিংহ রায়, ছবি-পার্থ প্রতিম দাস

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link