আধার দিয়ে মোবাইল সংযোগ? ফের কি ভেরিফিকেশন? জেনে নিন সরকারের ব্যাখ্যা
আধার মামলায় সুপ্রিম কোর্টের রায়ের পর প্রশ্ন উঠেছে, যাঁরা আধার নম্বর দিয়ে মোবাইল নম্বর নিয়েছেন, তাঁরা এবার কী করবেন? নতুন করে কী ভেরিফিকেশন হবে? এর পাশাপাশি জল্পনা, নতুন ব্যবস্থায় সংযোগ খোয়াতে পারেন প্রায় ৫০ কোটি গ্রাহক। বৃহস্পতিবার এসব প্রশ্নের ব্যাখ্যা দিল Unique Identification Authority of India (UIDAI) ও Unique Identification Authority of India (UIDAI)।
বিবৃতি জারি করে তারা জানিয়েছে, আধার দিয়ে নেওয়া যে মোবাইল নম্বরগুলি চালু করা হয়েছে, সেইগুলির পুনরায় ভেরিফিকেশন করা হবে না। গ্রাহকের আধারের তথ্যগুলি মুছে দেবে না টেলিকম সংস্থাগুলি।
সম্প্রতি সংবাদমাধ্যমে জানা গিয়েছিল, ৫০ কোটি মোবাইল গ্রাহকের সংযোগ কেটে দেওয়া হতে পারে।
সেই জল্পনা উড়িয়ে টেলিকম নিয়ামক সংস্থা ডট জানাল, যাঁরা ইতিমধ্যেই আধারের মাধ্যমে মোবাইল নম্বর নিয়েছেন, তাঁদের সংযোগ কাটা হবে না।
ডট জানিয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, কেউ চাইলেন নিজের সংযোগ নম্বরের সঙ্গে যুক্ত আধার প্রত্যাহার করতে পারেন। তাঁর সংযোগ কাটা হবে না। তবে ডট অনুমোদিত বৈধ নথি দিতে হবে গ্রাহককে।
সুপ্রিম কোর্টের রায়দানের আগে গ্রাহকদের থেকে নেওয়া আধার বায়োমেট্রিক ও তথ্য মুছে ফেলবে না মোবাইল পরিষেবাপ্রদানকারী সংস্থাগুলি।
সুপ্রিম কোর্টের রায়ের পর আধার তথ্য ভেরিকেশন বন্ধের কাঠামোগত বদলের জন্য ১৫ অক্টোবর পর্যন্ত সময় পেয়েছিল টেলিকম সংস্থাগুলি।
উল্লেখ্য, রিলায়্যান্স জিও-র প্রায় সব গ্রাহকেরই মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত রয়েছে আধার।