আশুতোষ কলেজে `ভর্তি হবেন` সানি লিওন! তদন্তে সামনে এল আসল গল্প
নিজস্ব প্রতিবেদন : কলেজে অনলাইন ভর্তির আবেদনে 'পর্নস্টারদের' ছড়াছড়ি! একের পর এক কলেজ। কোথাও সানি লিয়ন তো কোথাও মিঞা খালিফা! শুধু পর্নস্টারই বা বলি কেন? কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদনে নাম উঠে আসে ডোরেমন, সিনচ্যানদের মত কার্টুন চরিত্র ও নেহা কক্করের মত গায়িকারও।
এবার সামনে এল এইসবের পিছনে আসল গল্প। পুলিসি তদন্তে উঠে এল পশ্চিমবঙ্গ নয়, সিঙ্গাপুরের আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছিল।
সিঙ্গাপুরের আইপি অ্যাড্রেস ব্যবহার করে আশুতোষ কলেজে ইংরেজি অনার্সে সানি লিওনের নামে অনলাইনে আবেদন করা হয়।
প্রসঙ্গত, আশুতোষ কলেজের ইংরেজি অনার্সের ভর্তির তালিকায় শীর্ষে দেখা যায় সানি লিওনের নাম রয়েছে। যা নিয়ে শুরু হয় বিতর্ক।
লালবাজার সূত্রে খবর, পুরো বিষয়টা একটাই জায়গা এখানে থেকেই করা হয়েছে বলে একপ্রকার নিশ্চিত তদন্তকারীরা। একইভাবে অনান্য কলেজের ক্ষেত্রেও অন্য দেশের আইপি অ্যাড্রেস ব্যবহার করা হয়েছে বলেই অনুমান করছেন তাঁরা।