পদ খুইয়েও রেহাই নেই, এবার বড়সড় বিপদের মুখে প্রাক্তন সিবিআই প্রধান
পদে বহাল হওয়ার ৪৮ ঘন্টার মধ্যেই পদ গিয়েছে। সেখানেই শেষ নয় এবার প্রাক্তন সিবিআই প্রধানের বিরুদ্ধে তদন্ত নামছে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন। অভিযোগ, একাধিক জালিয়াতির মামলা লঘু করার চেষ্টা করেছিলেন অলোক ভার্মা।
৬টি নতুন অভিযোগ উঠেছে অলোক ভার্মার বিরুদ্ধে। এর মধ্যে রয়েছে হিরে ব্যবসায়ী নীরব মোদী ও কিং ফিশারের মালিক বিজয় মালিয়ার বিরুদ্ধে ওঠা মামলা হালকা করার চেষ্টা করেছিলেন ভার্মা।
সংবাদমাধ্যমের খবর, নীরব মোদীর বিরুদ্ধে হওয়া তদন্ত সংক্রান্ত কিছু ফাঁস হওয়া মেইল চাপা দিতে চেয়েছিলেন ভার্মা। সিবিআইয়ের জযেন্ট ডিরেক্টর রাজীব সিংয়ের ই-মেইল হ্যাক হয় ও নীরব মোদীর বিরুদ্ধে হওয়া তদন্তের তথ্য বেরিয়ে পড়ে।
কিংফিশার মালিক বিজয় মালিয়ার বিরুদ্ধে তদন্তের ক্ষেত্রে প্রাথমিকভাবে অভিযোগ ওঠে সিবিআইয়ের যুগ্ম ডিরেক্টর এ কে শর্মার বিরুদ্ধে। অভিযোগ ওঠে শর্মা বিজয় মালিয়ার বিরুদ্ধে জারি হওয়া লুক আউট নোটিশের গুরুত্ব কম করে দেওয়ার চেষ্টা করছেন। এক্ষেত্রে সবকিছু জানার পরও অলোক ভার্মা কোনও ব্যবস্থা নেননি। আরও অভিযোগ, মালিয়ার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল শর্মা ও অলোক ভার্মার।
উত্তরপ্রদেশের একটি মামলাতেও অভিযোগ উঠেছে ভার্মার বিরুদ্ধে। বলা হচ্ছে রাজ্য এটিএসের অতিরিক্ত এসপি রাজেশ সাহানির গুলিবিদ্ধ মৃতদেহ পাওয়া যায় তাঁর অফিসেই। রাজ্যে সরকার খোদ ওই মামলার সিবিআই তদন্তের সুপারিশ করে। তার পরেও এক ইডি অফিসারের অনুরোধে ওই মামলার মামলা এড়িয়ে যান।