ভারতেও ক্রমশ বাড়ছে করোনাভাইরাসের আতঙ্ক! ১১ জনের শরীরে মিলল ভাইরাস
ক্রমশ ভারতেও বাড়ছে করোনাভাইরাসের আতঙ্ক! আগরার একটি পরিবারের ৬ সদস্যের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির খোঁজ মিলেছে। সূত্রের খবর, আগরার ওই পরিবারের দু’ভাই সম্প্রতি ইতালি গিয়েছিলেন। বাড়ি ফেরার পর তাঁরা অসুস্থ হয়ে পড়েন।
আগরার এই পরিবারের ৬ সদস্যকে নিয়ে ভারতে মোট ১১ জনের শরীরে পাওয়া গিয়েছে করোনাভাইরাস। এর আগে চিন থেকে ভারতে ফেরা কেরলের ৩ পড়ুয়া এবং দিল্লি ও তেলঙ্গানা থেকে মোট ২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির খোঁজ মিলেছে।
আগরার এই পরিবারের ৬ সদস্যকে নিয়ে ভারতে মোট ১১ জনের শরীরে পাওয়া গিয়েছে করোনাভাইরাস। এর আগে চিন থেকে ভারতে ফেরা কেরলের ৩ পড়ুয়া এবং দিল্লি ও তেলঙ্গানা থেকে মোট ২ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতির খোঁজ মিলেছে।
দিল্লিতে যে ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতির খোঁজ মিলেছে জানা গিয়েছে তিনিও সম্প্রতি ইতালি থেকেই ফিরেছিলেন। তাঁর ছেলে নয়ডার একটি স্কুলের ছাত্র। গত সপ্তাহে তিনি তাঁর ছেলের বন্ধুদের সঙ্গে একটি পার্টিতে যোগ দিয়েছিলেন। ওই ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় অতঙ্কে তাঁর ছেলের স্কুলটিও বন্ধ করে দেওয়া হয়েছে।
ওই পার্টিতে যোগ দিয়েছিলেন এমন দুটো পরিবারকে নজরবন্দি করা হয়েছে। নয়ডার ওই স্কুলে চিকিৎসকদের একটি বিশেষ দলই পাঠানো হয়েছে পর্যবেক্ষণের জন্য।
করোনাভাইরাসের জেরে যাতে মানুষ অহেতুক আতঙ্কিত না হয়ে পড়েন, সে জন্য টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তিনি টুইটে সকলকে শান্ত থাকতে বলেছেন এবং এই ভাইরাস রোধে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করতে বলেছেন।