গড়িয়া স্টেশন থেকে স্কুটি চালিয়ে পরিবর্তন যাত্রায় স্মৃতি ইরানি

Fri, 26 Feb 2021-12:47 pm,

নিজস্ব প্রতিবেদন:স্কুটি চালানোয়  কোন পক্ষ বেশি পারদর্শী, ভোটমুখী বাংলায় বৃহস্পতিবার থেকে সেটাই মোক্ষম হয়ে উঠেছে। গতকাল জ্বালানির দাম বৃদ্ধি নিয়ে ই-স্কুটির চালক হয়ে অভিনব প্রতিবাদ দেখান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। খুব একটা পারদর্শী না হলেও তার সাহস ও ইচ্ছা নিয়ে প্রশংসা করেছে একদল। কিন্তু বিরোধী পক্ষের কথায়, "মাননীয়া তো স্কুটিটাই ঠিক মতো চালাতে পারেন না!  রাজ্য চালাবেন কিভাবে?!!" (ছবি- কমলাক্ষ ভট্টাচার্য)

শুক্রবার, ভোটমুখী রাজ্যের হাল ধরতে পরিবর্তন যাত্রায় যোগ দিলেন স্মৃতি ইরানি। স্কুটি চালিয়ে এগিয়ে গেলেন তিনি। স্কুটি চালাতে বেশ পারদর্শী স্মৃতি। 

এদিন গড়িয়া স্টেশন এলাকা থেকে যাত্রা শুরু করে বিজেপির পরিবর্তন রথ। স্মৃতি ইরানির সঙ্গে রয়েছেন রূপা গঙ্গোপাধ্যায় ও অগ্নিমিত্রা পাল। 

গড়িয়া স্টেশন থেকে খেয়াদা হয়ে ভাঙড় পর্যন্ত গিয়ে শেষ হবে দক্ষিণ ২৪ পরগনার পরিবর্তন যাত্রা। এরপর পরিবর্তন রথ দমদমের উদ্দেশ্যে রওনা দেবে।  

প্রসঙ্গত, ​পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার ই-স্কুটিতে চেপে অভিনব প্রতিবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফিরহাদ হাকিমের স্কুটিতে চড়ে বৃহস্পতিবার প্রথম দফার প্রতিবাদ করেন মমতা বন্দ্যেপাধ্যায়। বিকেলে নবান্ন থেকে বাড়ি ফেরার পথে ইলেক্ট্রিক স্কুটি চালিয়ে ফের প্রতিবাদে সরব হন মুখ্যমন্ত্রী। 

এই ঘটনাকে পাল্টা আক্রমণ করেছেন অভিনেত্রী পায়েল সরকার (Payel Sarkar)। নিজের স্কুটি চালানোর ছবি প্রকাশ করে, 'বাংলার মেয়েরা স্কুটি চালাতে পারে' বলে সেখানে ক্যাপশন জুড়ে দেন সদ্য বিজেপিতে (BJP) যোগ দেওয়া পায়েল। সেই সঙ্গে 'আত্মনির্ভর ভারত' বলেও ওই ছবির সঙ্গে ট্যাগ জুড়ে দেন পায়েল। 

মমতার স্কুটি চালানোর ছবি আপলোড করে, বিজেপি কর্মী অগ্নিমিত্রা পাল বলেন, "মাননীয়া তো স্কুটিটাই ঠিক মতো চালাতে পারেন না! রাজ্য চালাবেন কিভাবে?!!"

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link