দশ বছর পর বরফে ঢাকল দার্জিলিং, নাথু লায় আটকে পড়েন ২৫০০ পর্যটক
বরফের চাদরে ঢাকা কাঞ্চনজঙ্ঘা।
১০ বছর পর বরফ পড়ল দার্জিলিংয়ে।
হাড়কাঁপানো ঠান্ডা সঙ্গে বরফ, পর্যটকের ঢল দার্জিলিংয়ে।
শুক্রবার এই মরশুমের প্রথম তুষারপাত হয় সিকিমেও।
প্রবল তুষারপাতের জেরে নাথুলায় আটকে পড়ে পর্যটকদের ৪০০টি গাড়ি।
প্রায় ২৫০০ পর্যটককে উদ্ধার করে শেরথাঙ্গে ছাউনিতে নিয়ে আসে সেনা।
সেখানে তাঁদের প্রাথমিক শুশ্রূষার পর খাবার, ওষুধ ও আশ্রয় দেওয়া হয়।
তবেবে আরও কিছু পর্যটক এখনও সেখানে আটকে রয়েছেন বলে খবর।
তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা করছে সেনা।