সোশ্যাল নজরে তারা: দার্জিলিঙে ব্যাডমিন্টন র‍্যাকেট হাতে পরমব্রত, কনফিডেন্ট যশ

Wed, 01 Sep 2021-9:33 pm,

নিজস্ব প্রতিবেদন- সোশ্যাল নজরে তারায় বুধবার প্রথমেই নজর কাড়লেন পরমব্রত চট্টোপাধ্যায়। দার্জিলিঙে শুটিং করছেন তিনি। তারই ফাঁকে জিমখানা ক্লাবে গিয়ে ঝালিয়ে নিলেন তাঁর ব্যাডমিন্টন স্কিল। আর ছবিটি কে তুললেন? আরেক অভিনেতা, যিনি বেশ কিছুদিন ধরেই রয়েছেন পাহাড়ি শহরে। ইন্দ্রনীল সেনগুপ্ত।

যশের ঠোঁটের কোনায় চিলতে হাসি বুঝিয়ে দিচ্ছে ব্যক্তিগত পরিসরে ভালোই আছেন তিনি। ক্ষত ভোলা থেকে যে জার্নি তাঁকে ভালোবাসার দরজা অবধি পৌঁছে দেয়, সে রাস্তা সাফল্যের সঙঅগে হেঁটে ফেলেছেন যশ। 

সদ্য অভিভাবক হয়েছেন তাঁরা। ছেলেকে কোলে নিয়ে নিত্যনতুন ছবি পোস্ট করেন শ্রেয়া ঘোষাল। বেশ অনেকদিন পর জুটিতে দুটিতে দেখা গেল শ্রেয়া ও তাঁর স্বামী শিলাদিত্যকে।

পরিচালক সুব্রত সেনের সঙ্গে হোয়াটসঅ্যাপ টানাপোড়েনের কয়েকদিন পরে বেশ খানিকটা হাসিমুখে পাওয়া গেল সোহিনী সরকারকে। নেট পাড়ায়।

রাজনীতিতে আপাতত ব্রেক। ফিরেছেন অভিনয়ে। শুটিং করছেন চুটিয়ে। তারই মাঝে ফটোশুটে বনি সেনগুপ্ত।

কোভিড পেরিয়ে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার চেষ্টায় গোটা পৃথিবী। মিউজিশিয়ানরাও খুশি, মঞ্চে দাঁড়িয়ে লাইভ অডিয়েন্সের সামনে পারফর্ম করার জন্য। তেমনই এক ইভেন্টের প্রস্তুতিতে সেলিম মার্চেন্ট।

বলিউডের এই মুহূর্তে অন্যতম ব্যস্ত নায়িকা, হাতে পরপর ছবি। ভূমি পেদনেকর বলিউডে নায়িকাদের দৌড়ে সামনের সারিতে এসে পৌঁছেছেন।

পুরনো ছবি রি-পোস্ট। পাহাড়ের শীতে রোদ্দুরের ওম নিচ্ছেন শ্রদ্ধা কাপুর।

ফ্যাশন ডিজাইনার কুনাল রাওয়ালের নতুন শো ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। একটা পুরনো পোড়ো বাড়িতে তাঁর এথনিক পোশাকের পশরা নিয়ে হাজির বিভিন্ন বয়সের পুরুষ মডেলরা। তারই মাঝে পুরুষ পোশাকেই উপস্থিত সোনম কাপুর। লিঙ্গ-সাম্য নিয়ে নিজের মত এই ভাবেই প্রকাশ্যে আনলেন নায়িকা!

এই ছবিটি দেখুন। নতুন জুটি! হতেও পারে সিদ্ধার্থ মালহোত্রা ও রশ্মিকা মন্দনা। কেমন হবে বলুন তো?

ইদানিং জাহ্ণবী কাপুরের বেশিরভাগ শুটিংই হয় রাজন ফিল্মের প্রপার্টিতে। শোনা যাচ্ছে, তারই কর্ণধারকে ডেট করছেন জাহ্নবী! 

জলের ধারে একা জাহ্ণবী বসে মিটিমিটি হাসছেন। বলিউডে কান পাতলেই যে তাঁর নতুন সম্পর্কের কথা শোনা যাচ্ছে, তবে কি তা সত্যি?

অনিল কাপুরের ছোটভাই সঞ্জয় কাপুরের কন্যা শানায়া কাপুর। অভিনয়ে অভিষেক হল বিজ্ঞাপনের মাধ্যমে। বিজ্ঞাপনে তাঁর অভিনয় দেখে নেট নাগরিকদের অনুযোগ, 'একি! অনন্যা পান্ডের মত করে অভইনয় করছেন কেন?'

হাতে বেশ কিছু ছবি। শুটিং শুরুর মুখে। রোজই কিছু না কিছু ফটোশুট করেই চলেছেন প্রিয়াঙ্কা সরকার।

ছুটি পেরিয়ে কাজের দিন এলেই নাকি মুখটা এরকম হয়ে যায় নায়িকা রুক্মিণী মৈত্রের

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link