Durga Puja 2023: নজরকাড়া সোদপুর বার্মা শেলের মণ্ডপ, অবিশ্বাস্য দক্ষতার তুলে আনা হয়েছে প্যারিসের অপেরা হাউস

Thu, 19 Oct 2023-9:57 am,

তৃতীয়া বা চতুর্থী থেকেই প্যান্ডেলে প্যান্ডেলে মানুষের ঢল। মহানগর তো বটেই শহরতলির মন্ডপগুলিতেও তার কোনও ব্যতিক্রম হচ্ছে না। দর্শনার্থীদের নজর কাড়ছে সোদপুরে  বর্মা শেলের প্যারিসের অপেরা হাউস। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

 

সামনে থেকে দেখলে বোঝা যায় শিল্পীর অবিশ্বাস্য মুন্সিয়ানা। এটি তৈরি করেছেন শিল্পী সৌরভ দত্ত। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

 

সিন্থেটিক ইন্সটলেশন, ফাইবার ও প্লাস্টার অব প্যারিসের উপরে কাজ করতে ভালোবাসেন। আর তার উপরে ব্যুরাল পেইন্টিংয়ের উপরে অনায়াস দক্ষতা রয়েছে সৌরভের। অবিশ্বাস্য খুঁটিনাটির মিশেলে কোনও সৃষ্টি কোন মাত্রায় যেতে পারে তা দেখলে বোঝা যায়। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

যেহেতু এটি প্যারিসের অপেরা হাউস তাই মায়ের গঠনের তার একটা ছাপ রয়েছে। দেবীর প্রতিমা মনে করিয়ে দিচ্ছে অপেরা হাউসের সামনে রাখা মূর্তিকে। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

সিলিং থেকে দেওয়ায়, নজরকাড়া ডিটেলিংয়ে অপেরা হাউসকে ফুটিয়ে তুলেছেন শিল্পী। পঞ্চমীর সকালে যারা প্রতিমা দর্শনে এসেছেন তাদের চোখে লক্ষ্য করা গেল বিশ্ময় ও আনন্দের ছোঁয়া । -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link