WATCH | Sofia Ansari: ১০ মিলিয়ন ফলোয়ার্স, বছরে উপার্জন কোটি টাকা, নগ্নতায় নিষিদ্ধ বারবার!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোফিয়া আনসারি ১৯৯৬ সালে গুজরাতের মুসলিম পরিবারে জন্মেছেন। ২০১৮ সালে টিকটকে ডান্স ভিডিয়ো বানিয়ে হয়েছিলেন রাতারাতি ভাইরাল। পেয়ে গিয়েছিলেন লক্ষাধিক ফলোয়ার্সের আকর্ষণ।
ভারতে টিকটক নিষিদ্ধ হওয়ার পর, সোফিয়া প্ল্যাটফর্ম বদলে চলে এলেন ইনস্টাগ্রামে। হট ছবি-ভিডিয়োর সঙ্গেই রিলস বানিয়ে জনপ্রিয়তা আরও বহু গুণ বাড়িয়ে ফেলেন। এখন ১০ মিলিয়ন ফলোয়ার্স তাঁর। নিয়মিত উত্তেজন কন্টেন্ট দিতেই থাকেন সোফিয়া
২০২১ সালে ক্যারিমিনাতি, শিবম সিং রাজপুতের মতো একাধিক ইউটিউবার রোস্ট করতে শুরু করেন সোফিয়াকে। তাঁরা আপত্তি জানিয়েছিলেন সোফিয়ার কন্টেন্ট নিয়ে। আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সোফিয়াকে হুমকি দেওয়া হয়।
ইনস্টা সোফিয়াকে ব্যান করেছিল কমিউনিটি গাইডলাইন্সের লঙ্ঘনের জন্য়। সোফিয়া নিষিদ্ধ হয়েছিলেন তাঁর সেমি-ন্যুড ছবির জন্য।
একাধিক ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিয়োতে দেখা গিয়েছে সোফিয়াকে।
সোশ্যাল মিডিয়ার হাত ধরে সোফিয়া বছরে কোটি টাকার কাছাকাছি উপার্জন করেন।