Soham Chakraborty: ক্ষমতার `আস্ফালন`! রেস্তরাঁ মালিককে `বেধড়ক মারধর` বিধায়ক সোহমের...
নানটু হাজরা: সোহমের শুটিংয়ে অশান্তি। নিউটাউনের রেস্তরাঁয় শুটিংয়ের সময় গন্ডগোল। নিউটাউন সাপুর্জির এলাকার একটি রেস্তরাঁয় শুটিং চলছিল অভিনেতা তথা বিধায়ক সোহম চক্রবর্তীর।
সেখানেই গাড়ি পার্কিং করা নিয়ে রেস্তরাঁ মালিকের সঙ্গে কথা কাটাকাটি। আর তারপরই বেধড়ক মারধরের অভিযোগ। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে তাঁকে লাথি মারা হয়েছে। এমনকি রেস্তরাঁর অন্য কর্মচারীদের ধরেও মারধর করা হয়েছে।
জানা গিয়েছে, রেস্তরাঁর সামনে সোহমের গাড়িটি রাখা ছিল। রেস্তরাঁ মালিক এসে গাড়িটি সরাতে বলে, সেই নিয়ে বিধায়ক-অভিনেতার নিরাপত্তারক্ষীদের সঙ্গে মালিকের কথা কাটাকাটি শুরু হয়।
চিৎকার চেঁচামেচি শুনে সোহম শুটিং ছেড়ে নীচে নেমে আসে। অভিযোগ তারপরই রেস্তরাঁ মালিককে মারধর করেন সোহম। যদিও সোহমের দাবি, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে গালাগালি করছিলেন রেস্তরাঁ মালিক। সেই কারণে আমিও মেরেছি।"
এই ঘটনার পর টেকনোসিটি থানার পুলিস এসে ওই রেস্তরাঁ মালিক ও ম্যানেজারকে আটক করে থানায় নিয়ে যায়। কিছু সময় পর তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়। ঘটনাটি তদন্ত করে দেখছে টেকনোসিটি থানার পুলিস।