দশক শেষের সূর্যগ্রহণ, শুরু হয়েছে সূর্যের বলয়গ্রাস! দেখুন

Thu, 26 Dec 2019-10:14 am,

সূর্য, চাঁদ, পৃথিবী এক সরল রেখাতে হলে তবেই ঘটে গ্রহণ। চাঁদ কিছুক্ষণের জন্য সূর্য আর পৃথিবীর মাঝে চলে আসায় চাঁদের ছায়া পড়ছে সূর্যের ওপর। আর তাতেই এই গ্রহণ ছবি: অর্ণবাংশু নিয়োগী

ইতিমধ্যেই শুরু হয়েছে সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের সময়কাল, সকাল ৮টা ২৭ মিনিট থেকে ১১টা ৩২ মিনিট পর্যন্ত। ছবি: অর্ণবাংশু নিয়োগী

টানা ৩ ঘণ্টা ৫ মিনিট স্থায়ী থাকবে গ্রহণ। ছবি: অর্ণবাংশু নিয়োগী

আংশিকভাবে ২৬ ডিসেম্বর কোচবিহার, দার্জিলিং, গ্যাংটক, কলকাতা থেকে দেখা যাবে এই গ্রহণ। ছবি: অর্ণবাংশু নিয়োগী

আকাশ মেঘাচ্ছন্ন থাকায় বলয়গ্রাস গ্রহণ কতটা দেখা যাবে সে বিষয়ে সন্দিহান ছিলেন আবহবিদরা। যদিও অনেকাংশেই দেখা গিয়েছে গ্রহণ ছবি: অর্ণবাংশু নিয়োগী

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link