Week 1| Daily Cartoon| সোমান্তরাল| বড়িতে যতন
রবি ঠাকুর বলেছিলেন,"গহনা বড়ি শুধুমাত্র দেখার জন্য, খাওয়ার জন্য নয়"।
ওঁর সাথে আমাদের তুলনা!
আমাদের বরং ঘরের লোক সঞ্জীব চট্টোপাধ্যায়। লিখছেন,"কী এমন হাতি ঘোড়া ব্যাপার! ডাল বেটে, নুন দিয়ে ফেটিয়ে একটা সাদা কাপড়ের ওপর টুকুস টুকুস করে পেড়ে যাওয়া। সমস্যা নাক নিয়ে। উঁচু উঁচু না হলে বড়ি দেখে নাক উঁচু মানুষের মন ভরে না। থ্যাবড়া নাকী মেয়ে যেমন বিয়ের বাজারে অচল, চ্যাপ্টা নাক বড়িও তেমনি সমঝদারের সমালোচনার বস্তু।"
সঞ্জীব বাবুর সেই বড়ি হনুমান অব্দি ছাড়েনি। নিয়ে পালিয়েছিল।
মটন মটনের মতন।
বড়ির আলাদা যতন।
বুক বনাম ই-বুক!
জোড়া শালিক দেখা ভালো!
বাঙালি খায়। মাছ খায়। মাথা খায়। বই গিলে খায়। অপমান গিলে খায়। গোল্লা খায়। কেস খায়। ঘুষ খায়। জল খায়। খাবি খায়। হাওয়া যায়। আর কি খায়?
(আজ থেকে ছ-বছর আগে, তখন ডিজিটাল আর্ট "ইন" ছিল না। কম্পিউটারে মাউস দিয়ে এঁকেছিলাম এটি)