Week 18 | Daily Cartoon | সোমান্তরাল | হামারি আধুরি কাহানি...
কীসের ভয়, সাহসি মন ফুড-ফৌজের! / লাফিয়ে হয় পার, লক্ষ পাহাড়, অযুত বাধার...
আমরা যারা ছন্নছাড়া, জানি... / পদবিহীন বন্ধুত্বই মানি!
ওয়াজিদ আলি শাহ। জন্মদিনে নমস্কার। উদযাপনে বন্ধু থাক। টেবিলে থাক বিরিয়ানি। সেলাই করে লিখছে সময়, এমন কিছু আখ্যানই।
জঙ্গলের রত্ন আমি, কালো-হলুদ ডোরা... / আমায় মেরে সভ্য হলি, এমন মানুষ তোরা!
কথার কথা বয়ে গেছে অবহেলার স্রোতে... / গাছের গায়ে গাছের আদর দেখলে প্রেমিক হতে!
আজ ভাবছ, দারুণ আছ! কাল ভাববে কী? / বাঁচাই বড়! তাই মেখে নাও, গরম ভাতে ঘি!
যুদ্ধ হবে, যুদ্ধ হয়.. তোমরা আছ, কীসের ভয়! / শহীদস্মৃতি, টাটকা ক্ষত। বীরসেনাতে মাথা নত!