Week 15 | Daily Cartoon | সোমান্তরাল | চন্দ্রযান...
রসিকবাবু স্বপ্ন দেখেন... / চাঁদের বুড়ি চরকা কাটেন!
বাঁধ ভেঙেছে, ঘর ভেসেছে, ভরসা দেবে কে? / বিপর্যয়ের মুখেও সুজন আগলে রেখেছে!
আলু ছিল আনমনে, ভেজে দিলে ফরাসি / পাতে, হাতে, জিভে গেলে রসিকের কী হাসি!
লাল-গেরুয়া-সবুজ, হরেক রঙের ভিড়ে / মানুষ শান্তি চায়, ভয়ের বাঁধন ছিঁড়ে!
"ব্রিগেডে মিটিং হবে, বড্ড উঁচুতে মাচা.../ ব্রিগেডে মিটিং শেষ, বড্ড নীচুতে বাঁচা!"
"যুদ্ধবাজরা মানুষকে ভেবেছে কামানের গোলা / রাজনীতিকরা ভেবেছে ব্যালট পেপার।"
"কত হাজার মরলে তবে মানবে তুমি শেষে / বড্ড বেশি মানুষ গেছে বানের জলে ভেসে!"