Week 13 | Daily Cartoon | সোমান্তরাল | এই তো জীবন
মুখ আছে, সুখ নেই এই খুশি, দুখি ওই!
এই শহরের অনেক দোষ, তবু তুই আমার হোস
রোববারে রবি কই? মেঘ ডাকে, চা-ই চাই!
অগ্রগতি ঘটছে বটে... কত কিছুর মৃত্যু ঘটে!
দিন যায়, দিন আসে... যোগ দেখে, ভোগ হাসে!
গান ভালোবেসে খান খান ভালোবেসে গান!
ভোগে নয় যোগে যান!