Saraswati Puja: দেশের এইসব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে জাগ্রত সরস্বতী মন্দির, জেনে নিন...

Tue, 28 Jan 2025-5:55 pm,
Darkness of supernatural power

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'জয় জয় দেবী, চরাচর সারে কুচযুগশোভিত...' মাঘ মাসের বসন্তপঞ্চমীতে এই মন্ত্র না আওড়লে যার আরাধনা হওয়া সম্ভবই না, আজ তাঁকে ঘিরেই আমাদের আলোচনা। তিনি হলেন আমাদের বিদ্যার দেবী মা সরস্বতী, যাঁর কাছে হাতে খড়ি দিয়ে শুরু ছোটদের পড়াশোনা। দেবী সরস্বতীকে জ্ঞান ও প্রজ্ঞার দেবীও বলা হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, তাঁর পুজো করলে জ্ঞান লাভ হয়। ভারতে রয়েছে এমন কিছু স্থান যেগুলিকে অলৌকিক শক্তির আঁধার বলেও মনে করা হয়। 

Panachikkad Saraswati Temple

কেরালায় অবস্থিত এই মা দক্ষিণা মুখাম্বিকা নামেও পরিচিত। এই মন্দিরটি চিংগাবনমের কাছে অবস্থিত। মনে করা হয় যে, এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন কিঝেপ্পুরম নাম্বুদিরি। কথিত আছে, তিনি এখানে এই প্রতিমাটি আবিষ্কার করেছিলেন পূর্ব দিকে মুখ করে। পশ্চিম দিকে আরেকটি মূর্তি স্থাপিত আছে কিন্তু এর কোন আকৃতি নেই। এই মূর্তির কাছে একটি প্রদীপ আছে যা সবসময়ের জন্য জ্বলতে থাকে।

Sringeri temple

এই মন্দিরটি সকলের কাছে খুবই জনপ্রিয়, এটি শারদাম্বা মন্দির নামেও পরিচিত। জ্ঞান ও শিল্পের দেবীকে উপাসনা করা হয় এখানে। এই মন্দিরটি ৭ম শতাব্দীতে আচার্য শ্রী শঙ্কর ভাগবতপাদ তৈরি করেন বলে মনে করা হয়। চতুর্দশ শতাব্দীতে, এখানে সোনা ও পাথর দিয়ে খোদাই করা একটি প্রাচীন চন্দন কাঠের মূর্তি স্থাপিত হয়েছিল। এই মন্দিরটিকে শারদা অম্বা মন্দিরও বলা হয়।

এই মন্দির অন্ধ্র প্রদেশের মেঘালয় জেলার ওয়ারাঙ্গলে অবস্থিত। এখানে মা সরস্বতীর পুজো করা হয়। মনে করা হয় যে, কাঞ্চী শঙ্কর মঠ এই মন্দিরটি রক্ষণাবেক্ষণ করেন। এই স্থানে শ্রী লক্ষ্মী গণপতি মন্দির, ভগবান শনিশ্বর মন্দির এবং ভগবান শিব মন্দিরের মতো অনেক দেব-দেবীর মন্দিরও আছে।

এই মন্দিরটি রাজস্থানের পুষ্করে অবস্থিত। এখানের বিশেষত্ব হল এখানে ব্রহ্মা মন্দির এবং দেবী সরস্বতীর বিখ্যাত মন্দির আছে। কথিত আছে এখানে দেবীকে উর্বরতা এবং পবিত্রতার প্রতীক বলা হয়।

এটি অন্ধ্র প্রদেশের আদিলাবাদ জেলায় অবস্থিত। বাসর বা বসরা নামেও পরিচিত এই মন্দির। মায়ের এই মন্দিরটি গোদাবরী নদীর তীরে অবস্থিত। মহাভারতের যুদ্ধের পর, ঋষি ব্যাস শান্তির জন্য ঘুরে বেড়াতে গিয়ে গোদাবরী নদীর তীরে কুমারচল পাহাড়ে পৌঁছেছিলেন। এখানে তিনি এই দেবীর পুজো করতেন। তার পুজোয় সন্তুষ্ট হয়ে দেবী তার সামনে আবির্ভূত হয়ে ছিলেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link