জাপানের পরিত্যক্ত হোটেল...আসবাব ঢেকেছে আগাছায়
এক সময়ে জাপানের অন্যতম অভিজাত হোটেল ছিল এটি।
টোকিও থেকে ৩০০ কিলোমিটার দূরে এই হোটেলটি অবস্থিত।
জনমানবহীন দ্বীপমালায় এই হোটেলটি রয়েছে। এখানে সক্রিয় আগ্নেয়গিরিও রয়েছে।
এই হোটেলকে পুনরুজ্জীবন করতে নানা উদ্যোগ নেওয়া হয়।
কিন্তু শত চেষ্টা করেও হোটেলটির স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়নি।
২০০৬ সালে পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় হোটেলটিকে।
এখন আসবাবপত্র যথাস্থানে অটুট রয়েছে।
জনপদের স্পর্শ না পাওয়ায় আনাচে কানাচে গজিয়ে উঠেছে আগাছা।
সরীসৃপদের আদর্শ বাসস্থান হয়ে উঠেছে হোটেলটি।
প্রকৃতির কোলে গড়ে ওঠা হোটেলটি একাকী দাঁড়িয়ে আছে। অত্যন্দ্র পাহাড়া দিচ্ছে খোদ প্রকৃতিই