বিচারব্যবস্থার উপর ভরসা হারিয়ে এনকাউন্টার! প্রশ্ন তুলছেন বিশেষজ্ঞরা

Fri, 06 Dec 2019-6:25 pm,

তবে এই এনকাউন্টার বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার দিকে আঙুল তুলে দিয়ে গেল।

প্রত্যেক অপরাধীর আইনের মাধ্যমে বিচার পাওয়ার অধিকার আছে 

আত্মরক্ষার্থে পুলিস পায়ে গুলি করল না কেন? এনকাউন্টারে মেরে ফেলতে হল কেন? কাউকে কি আড়াল করার চেষ্টা?

ঘটনার পুনর্নির্মাণে গিয়ে পুলিস কেন পর্যাপ্ত প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়নি?

 কিন্তু আইনের কারবারিরা কিছুতেই সমর্থন করতে পারছেন না এই সাজা। তাঁদের দাবি, বিচারব্যবস্থার প্রতি আস্থা রেখে, আইনের শাসনেই কঠোরতম সাজা দেওয়া উচিত ছিল। একাধিক প্রশ্ন তুলছেন তাঁরা।

 

সাইবারাবাদ পুলিস কমিশনার তথা এনকাউন্টার স্পেশালিস্ট সজ্জনারের প্রশংসা, পুলিসের ওপর পুষ্পবৃষ্টি, হাতে রাখি পরিয়ে দেওয়া, বাজি ফাটিয়ে উল্লাস চারিদিকে। 

কিন্তু গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অভিযুক্তদের বিরুদ্ধে বিচার এবং সাজার আগেই গোটা ঘটনায় দাঁড়ি পড়ে গেল।

শিউরে ওঠার মতো তেলেঙ্গানার এই ঘটনার পর উত্তাল হয়ে ওঠে দেশ। চার অভিযুক্তের কঠোরতম সাজার দাবিতে গর্জে ওঠে গোটা দেশ।

ন্যক্কারজনক গণধর্ষণ, গলা টিপে খুন, খুনের পর ফের গণধর্ষণ এবং মৃত্যু নিশ্চিত করতে পেট্রল ঢেলে জ্বালিয়ে দেওয়া। 

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link