কিছু ছবি শুধুই দাগ কাটে না, তার ক্ষত রয়ে যায় বহুদিন

Thu, 18 Oct 2018-8:02 pm,

রঙে রঙে মাছরাঙা। @ Felix Heintzenberg

চিমনির ধোঁয়া বেরচ্ছে। তার উপর বসে দাঁড় কাক। কী অদ্ভুত এবং রহস্যময় ছবি বলুনতো! @ Tom Kennedy

আত্মীয়তা... @ Arshdeep Singh

হাঁটি, হাঁটি নয় বলা ভাল দৌড়, দৌড় পা পা..পাখির ছানার মন ভাল করে দেওয়া দৌড়। Darío Podestá

চোখে চোখ রেখে... ভাবলেই শিহরিত হতে হয়। তাই না! প্যারাকেস ন্যাশনাল অভয়ারণ্যে তোলা হয়েছে এই ছবিটি। @ Emanuele Biggi

তার সন্তান মারা গিয়েছে। কিন্তু মা বলে কথা। এখনও ভেবে উঠতেই পারছে না কুহিরওয়া নামে ওই শিম্পাজির। @ Ricardo Núñez Montero

মাকড়সার জালে  প্রাণবন্দি ব্যাঙের।@ Robert Irwin

জাম্বিয়ার সিংহ...এমনই দৃশ্য ক্যামেরাবন্দি করা হয়ত লাখে একটাই হয়। @ Isak Pretorius

কে কাকে কামড় বসায়? তবে, জাগুয়ারের থাবায় অনেকটাই কাহিল পানতানাল ওয়েটল্যান্ডস লেকের কুমিরের। @ Chris Brunskill

মিরক্যাটদের মুখে পড়ে মহা ফাঁপড়ে অ্যানচিয়েতার গোখরো। দক্ষিণ আফ্রিকা @ Tertius

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link