এ বারে ভোটে লড়ছেন না সন্ধ্যা-সুগত-সুব্রত-ইদ্রিশ, কারণ জানালেন মমতা
সুগত বসু- হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে ভোটে লড়ার অনুমতি পাননি। তাই এবারে লড়তে পারছেন না।
সন্ধ্যা রায়- তিনি অন্য কিছু কাজ করতে চাইছেন। ছুটে কাজ করার মতো ক্ষমতা নেই তাঁর। দলের হয়ে বসে কাজ করতে চান বলে জানিয়েছেন তিনি
ইদ্রিশ আলী- বিধানসভায় তাঁকে নেওয়া হবে। আজই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, উলবেরিয়ার বিধানসভা উপনির্বাচনে তাঁকে প্রার্থী করা হচ্ছে।
উমা সোরেন- দলের হয়ে কাজ করতে চাই। দল যেভাবে তাঁকে কাজে লাগাতে চায়, তা করতে প্রস্তুত বলে জানান তিনি।
সুব্রত বক্সী- দলের হয়ে কাজ করতে চান। ৪২ এ ৪২টি আসন নিয়ে আসা তাঁর লক্ষ্য।