Mrs. World 2022: ২১ বছর পর ভারতীয়র মাথায় মিসেস ওয়ার্ল্ডের মুকুট, কে এই সরগম কৌশল?

Mon, 19 Dec 2022-8:29 pm,

জি ২৪ ঘণ্টা ডিজিটাল: আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ভারতের নাম উজ্জ্বল করলেন সরগম কৌশল।

 

দীর্ঘ ২১ বছর পর কোনও ভারতীয় সুন্দরীর মাথায় উঠল মিসেস ওয়ার্ল্ডের মুকুট।

 

রবিবার লস ভেগাসে বসেছিল মিসেস ওয়ার্ল্ডের আসর।

 

সেখানেই ৬৩টি দেশের সুন্দরীদের পিছনে ফেলে সেরার সেরা হলেন মিসেস ইন্ডিয়া সরগম কৌশল।

 

১৭ সেপ্টেম্বর ১৯৯০ সালে জম্মুতে জন্মগ্রহণ করেন সরগম।

 

জম্মুর কনভেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুলে পড়তেন তিনি। এরপর সিটি উইমেন্স কলেজ থেকে ইংরাজি সাহিত্য নিয়ে পাস করেন সরগম। এরপর জম্মু বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে পোস্ট গ্র্যাজুয়েশন করেছেন সরগম কৌশল।

 

সুন্দরী প্রতিযোগিতাতে অংশ নেওয়ার আগে তিনি ভাইজ্যাগে একটি স্কুলের শিক্ষিকা ছিলেন।

 

মিসেস ওয়ার্ল্ড সরগমের স্বামী ভারতীয় নৌসেনার লেফটেন্যান্ট কমান্ডার আদিত্য মনোহর শর্মা।

 

জম্মু কাশ্মীরের মেয়ে সরগম বর্তমানে থাকেন মুম্বইয়ে।          

 

সরগমের আগে ২০০১ সালে মিসেস ওয়ার্ল্ড হয়েছিলেন অদিতি গোভাত্রিকর। তার দীর্ঘ ২১ বছর পর সরগম কৌশলের মাথায় উঠল এই তাজ।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link