লকডাউনে দুর্দশায় বাংলার শ্রমিকরা, মুখ্যমন্ত্রীকে চিঠি কংগ্রেস-ফরোয়ার্ড ব্লকের
মৌমিতা চক্রবর্তী : করোনার জেরে দেশজুড়ে লকডাউন। ৩ মে পর্যন্ত জারি থাকবে লকডাউন। আর তার জেরে সংগঠিত থেকে অসংগঠিত, উভয় ক্ষেত্রেই অসুবিধার মধ্যে পড়েছেন রাজ্যের শ্রমিকরা।
সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের বেতন নিশ্চিত করতে এবার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। প্রসঙ্গত, এর আগে এই মর্মে চিঠি দিয়েছেন সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী ও কংগ্রেস নেতা আব্দুল মান্নানও।
একাধিক দাবিতে রাজ্য সরকারের কাছে আবেদন করেছে ফরোয়ার্ড ব্লকও। যারমধ্যে অন্য রাজ্যে চিকিৎসা করাতে গিয়ে আটকে পড়া মানুষ ও বাংলার পরিযায়ী শ্রমিকদের জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
উল্লেখ্য, খাবার, থাকার জায়গা কিছুই মিলছে না। চরম দুর্দশার মধ্যে দিন কাটছে এরাজ্যের পরিযায়ী শ্রমিকদের। একথা জানিয়ে ভিডিয়ো বার্তায় রাজ্য সরকারের কাছে বার বার সাহায্যের আবেদন জানিয়েছেন ভিন রাজ্য থেকে শ্রমিকরা।
এদিকে আজই নবান্নে সাংবাদিক বৈঠকে পরিযায়ী শ্রমিকদের জন্য 'স্নেহের পরশ' নামে একটি প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পে সোমবার থেকে অনলাইনে পরিযায়ী শ্রমিকদের ১০০০ টাকা করে দেওয়া হবে।