Somnath Express Derails: আবার ট্রেন দুর্ঘটনা! লাইন থেকে নেমে গেল কোচ...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের ট্রেন দুর্ঘটনা। ফের বেলাইন ট্রেনের কামরা।
মধ্যপ্রদেশের জব্বলপুরে লাইনচ্যুত সোমনাথ এক্সপ্রেস। স্টেশনে ঢোকার মুখেই ঘটে দুর্ঘটনা।
সেইসময় ট্রেনের গতি কম থাকায়, এড়ানো গিয়েছে বড়সড় বিপদ।
কোনও প্রাণহানির খবর নেই। এদিন ভোর ৬টা নাগাদ স্টেশন থেকে ১৫০ মিটার দূরত্বে বেলাইন হয়ে যায় সোমনাথ এক্সপ্রেস।
প্রসঙ্গত, পর পর ট্রেন দুর্ঘটনার জেরে প্রশ্নের মুখে ভারতীয় রেল। প্রশ্ন উঠছে যাত্রী সাধারণের নিরাপত্তা ও ভারতীয় রেলের পরিকাঠামো নিয়ে।