টিকটকে ভিডিয়ো করে হরিয়ানায় বিজেপির প্রার্থী হয়ে গেলেন এই মহিলা!
নিজস্ব প্রতিবেদন: হরিয়ানার ভোট ময়দানে মুখ্যমন্ত্রীকেও জনপ্রিয়তায় পিছনে ফেলে দিয়েছেন সোনালি ফোগাট। আদমপুর বিধানসভার বিধানসভা প্রার্থী তিনি।
বিজেপির 'সুন্দরী' প্রার্থীকে নিয়ে ইতিমধ্যেই আগ্রহ তুঙ্গে। গুগল সার্চে এখন তিনিই এগিয়ে। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর বা প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডাকেও পিছনে ফেলে দিয়েছেন সোনালি। তাঁর ব্যাপারে জানতে চাইছেন নেটিজেনরা।
কেন এত কৌতূহল সোনালিকে নিয়ে? আসলে সোনালি সিরিয়ালে অভিনয় করে ফেলেছেন। তবে তাঁর জনপ্রিয়তা টিক টকে।
টিক টকে লক্ষাধিক ব্যবহারকারী সোনালিকে অনুসরণ করেন। তিনি রীতিমতো 'স্টার'। তাঁর ব্যক্তিগত জীবন, বয়স জানতে গুগলে সার্চ করছেন নেটিজেনরা।
হরিয়ানার ফতেহাবাদের বাসিন্দা সোনালি। তাঁর বিয়ে হয়েছিল হিসারের সঞ্জয় ফোগাটের সঙ্গে। ২০১৬ সালে মৃত্যু হয় সঞ্জয়ে। সোনালির এক মেয়ে পড়াশুনো করে।
হরিয়ানায় আগামী ২১ অক্টোবর ভোটগ্রহণ। ফলপ্রকাশ ২৪ অক্টোবর। সোনালি জানিয়েছেন, জিতে বিধায়ক হলেও টিক টকে ভিডিয়ো করতে থাকবেন।