Sonam Kapoor: সাদা শাড়িতে উন্মুক্ত বেবি বাম্প, ফটোশুটে নজরকাড়া হবু মা সোনম
নিজস্ব প্রতিবেদন: মা হতে চলেছেন সোনম কাপুর।
জীবনের এই নতুন অধ্যায় চুটিয়ে এনজয় করছেন নায়িকা।
মেটারনিটি শুটে যেখানে বেশিরভাগ তারকারাই বেছে নেন ওয়েস্টার্ন ড্রেস, সেখানে সাদা শাড়িতে নজর কাড়লেন সোনম।
রবিবার ছিল ডিজাইনার আবু জানির জন্মদিন। সেই উপলক্ষে পরেছিলেন তাঁদের ডিজাইন করা শাড়ি।
আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা সাদা স্যাটিন শাড়ি পরলেন সোনম।
সাদা শাড়ির সঙ্গে সোনম বেছে নিয়েছিলেন গোল্ডেন জুয়েলারি।