ফের মাথা চাড়া দিল আজান বিতর্ক, সোনুর বিরুদ্ধে ব্যবস্থা নিক দুবাই পুলিস, উঠল দাবি
লকডাউনের জেরে বর্তমানে দুাবইকে আটকে পড়েছেন সোনু নিগম। সেখানেই স্ত্রী এবং ছেলেকে নিয়ে রয়েছেন তিনি
দুবাইতে স্বপরিবারে থাকাকালীন সোনু যখন অনলাইন কনসার্ট করে করোনা ত্রাণ তহবিলে অনুদানের জোগাড় করছেন, সেই সময় বলিউডের জনপ্রিয় গয়াককে নিয়ে মাথা চাড়া দিল বিতর্ক
২০১৭ সালে লাউডস্পিকারে আজান বিতর্কে নাম জড়ায় সোনু নিগমের। ভোরবেলায় লাউডস্পিকার বাজিয়ে ধর্মপ্রচার তাঁর কাছে 'গুন্ডাগিরি' ছাড়া অন্য কিছু নয় বলে মন্তব্য করেন সোনু। বলিউড গায়কের ওই মন্তব্যের জেরে শুরু হয় জোর বিতর্ক। এমনকী, সোনুর মাথা মোড়ানো হলে, পুরস্কার দেবেন বলে ঘোষণা করেন এক মৌলবী। এরপর সোনু নিজেই ন্যাড়া হয়ে পালটা জবাব দিতে শুরু করেন
সোনুর সেই পুরনো ট্যুইট এবার নতুন করে ভাইরাল হতে শুরু করে সামাজিক মাধ্যমে। বর্তমানে সোনু দুবাইতে রয়েছেন। সোনু তাঁদের ধর্মকে অসম্মান করেছেন বলে দুবাইয়ের বেশ কয়েকজন তোপ দাগতে শুরু করেন
এমনকী, সোনু যেহেতু বর্তমানে দুবাইতে রয়েছেন, তাই গায়কের ওই পুরনো ট্যুইটের জেরে সে দেশের পুলিস যাতে তাঁর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়, সেই আবেদন করা হয়
এমনকী, সোনু কীভাবে তাঁদের ধর্ম সম্পর্কে এমন মন্তব্য করতে পারেন, সেই প্রশ্ন তুলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন বেশ কয়েকজন। যদিও পুরনো বিতর্ক মাথা চাড়া দেওয়ায় সে বিষয়ে পালটা কোনও মন্তব্য করেননি বলিউডের এই জনপ্রিয় গায়ক