দুঃস্থ মানুষকে সাহায্যের জন্য প্রয়োজন ১০ কোটি, ৮টি সম্পত্তি বন্ধক রাখলেন সোনু সুদ
লকডাউনে পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়েছেন এবং ধীরে ধীরে গরিব মানুষদের ত্রাতা হয়ে উঠেছেন সোনু সুদ। তাঁর কাছে সাহায্য চেয়ে ফিরতে হয়েছে, এমন মানুষ হয়তবা খুব কমই আছেন। গোটা দেশবাসীর কাছে তিনিই এখন বর্তমানের 'সুপার হিরো'।
এবার দুঃস্থ মানুষদের সাহায্যের জন্য নিজের সম্পত্তি বন্ধক রাখলেন সোনু সুদ। মুম্বইয়ের জুহুতে সোনু মোট ৮টি সম্পত্তি বন্ধক রেখেছেন বলে জানা যাচ্ছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুয়ায়ী, ১৫ সেপ্টেম্বর সোনু সুদ এবিষয়ে একটি চুক্তিপত্রে সই করেন। যার রেজিস্ট্রেশন হয়েছে ২৪ সেপ্টেম্বর। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্কের কাছে সোনু তাঁর ৮টি সম্পত্তি বন্ধক রেখে লোন নিয়েছেন বলে খবর।
জানা যাচ্ছে, ইসকন মন্দিরের কাছে AB নায়ার রোডে অবস্থিত জুহুর শিবসাগর CGHS-এর গ্রাউন্ড ফ্লোরের ২টি দোকান এবং ৬টি ফ্ল্যাট বন্ধক রেখেছেন সোনু।
সম্পত্তি বন্ধক রেখে লোন নেওয়ার ক্ষেত্রে ৫ লক্ষ টাকার রেজিস্ট্রেশন ফি দিতে হয়েছে অভিনেতাকে। চড়া সুদেই এই লোন নেওয়া হয়েছেন বলে খবর।
বন্ধক রাখা এই যাবতীয় সম্পত্তি সোনু সুদ ও তাঁর স্ত্রী সোনালীর নামে রয়েছে বলে খবর।