গার্হস্থ হিংসার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন সোনু সুদ, ফের বড় পদক্ষেপ অভিনেতার
গোটা দেশ থেকে প্রায় ২০ হাজার পরিযায়ী শ্রমিককে তাঁদের নিজেদের বাড়িতে পৌঁছে দিয়েছেন সোনু সুদ। কখনও বাস, কখনও ট্রেন আবার কখনও বিমানে করে পরিযায়ী শ্রমিকদের নিজেদের রাজ্য়ে পৌঁছে দিচ্ছেন বলিউড অভিনেতা। ফলে পরিযায়ী শ্রমিকদের 'ত্রাতা' আখ্যা দিয়েই সোনুর প্রশংসায় পঞ্চমুখ প্রায় গোটা দেশের মানুষ
পরিযায়ী শ্রমিকদের বাড়িতে পৌঁছে দেওয়ার পাশাপাশি এবার গার্হস্থ হিংসার বিরুদ্ধে সরব হচ্ছেন বলিউড অভিনেতা
রিপোর্টে প্রকাশ, মহিলাদের উপর বেড়ে চলা গার্হস্থ হিংসার বিরুদ্ধে সরব হতে একটি সংগঠনের সঙ্গে হাত মিলিয়েছেন সোনু। ওই সংগঠনের উদ্যোগেই বিভিন্ন মহিলাদের বাস্তব জীবনের লড়াই শেয়ার করে সচেতনতা বাড়াতে শুরু করেছেন সোনু
সংশ্লিষ্ঠ সংগঠনের আধিকারিক কুলসুম সাদাব ওয়াহাব জানান, গোটা দেশের পরিযায়ী শ্রমিকদের জন্য সোনু সুদ যা করছেন, তা প্রশংসনীয়। ফলে সোনু যখন গার্হস্থ হিংসার বিরুদ্ধে মুখ খুলে, মানুষকে সচেতন করার কাজ শুরু করবেন, সেই বার্তা অনেকের কাছে পৌঁছবে। সেই কারণেই সোনু সুদকে গার্হস্থ হিংসার বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য তাঁদের সংস্থার তরফে আহ্বান করা হয়েছে
পাশাপাশি, সোনু সুদ সচেতনতা বৃদ্ধি করতে শুরু করলে, গার্হস্থ হিংসার মাত্রা কমানো যাবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট সংগঠনের আধিকারিক। প্রসহগত করোনা সংক্রমণের জেরে গোটা দেশে জুড়ে যেভাবে লকডাউন চালু হয়, তার জেরে গার্হস্থ হিংসার মাত্রা দ্বিগুন হয়ে গিয়েছে বলেও ওই সংগঠনের তরফে দাবি করা হয়।