অসুস্থতা বাড়ল কোভিড আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের, ভর্তি আইটিইউ-তে
নিজস্ব প্রতিবেদন: কোভিড আক্রান্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের অসুস্থতা বাড়ায় স্থানান্তরিত করা হল আইটিইউ-তে।
চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন অভিনেতা। ২৪ ঘণ্টা তাঁর শারীরিক অবস্থার উপরে নজর রাখা হচ্ছে।
হাসপাতাল সূত্রের খবর, সৌমিত্রবাবুর রক্তচাপ সামান্য অনিয়মিত। শরীরে অস্থিরতা রয়েছে তাঁর।
লকডাউন ওঠার পর স্বাভাবিক কর্মজীবনে ফিরেছিলেন সৌমিত্রবাবু। ২ দিন অভিযান ছবির শুটিং করেন। তাঁকে নিয়ে তৈরি একটি তথ্যচিত্রের কাজও করেন তিনি। একটি নাটকের মহড়াতেও গিয়েছিলেন।
সোমবার রাতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে ফোন করা হয় কলকাতার ওই বেসরকারি হাসপাতালে। সকাল ১১টা নাগাদ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে।