অধ্যায়ের অবসান, গার্ড অফ অনারে বিদায় `অপু`কে
কেওড়াতলা মহাশ্মশানে শেষকৃত্য় সম্পন্ন হল সৌমিত্র চট্টোপাধ্যায়ের। (ছবি- রণয় তিওয়ারি)
পদযাত্রা করে রবীন্দ্রসদন থেকে কেওড়াতলা মহাশ্মশানে নিয়ে আসা হয় প্রয়াত অভিনেতার মরদেহ। (ছবি- রণয় তিওয়ারি)
তারপর সেখানেই গার্ড অফ অনার দেওয়া হয় প্রয়াত অভিনেতাকে। (ছবি- রণয় তিওয়ারি)
উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন, মালা রায় সহ বিমান বসু প্রমুখ। (ছবি- রণয় তিওয়ারি)
বাবার শেষযাত্রায় চোখের জল বাঁধ মানেনি মেয়ে পৌলমী বসুর। অঝোরে কাঁদছিলেন তিনি। (ছবি- রণয় তিওয়ারি)
৪০ দিনের লড়াই শেষে সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তাঁর প্রয়াণে অপরিসীম শূন্যতার সৃষ্টি হল বাংলা চলচ্চিত্র তথা সংস্কৃতির জগতে। (ছবি- রণয় তিওয়ারি)