শর্মিলা, স্বাতীলেখা, তনুজা, থেকে অপর্ণা বাংলা ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের নায়িকারা
১৯৭৩ সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের 'অশনি সংকেত' ছবিতে নজর কেড়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় ও ববিতা জুটি।
ছবি-সংগৃহীত
১৯৬২ সালে মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের 'অভিজান' ছবিতে নজর কেড়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায় ও ওয়াহিদা রহমানের জুটি।
ছবি-সংগৃহীত
বহু ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায় ও তনুজার জুটি ছিল হিট। এর মধ্যে রয়েছে তিন ভুবনের পারে (১৯৬১) প্রথম কদমফুল (১৯৬১) অপর্ণা (১৯৬১) সোনার পাহার (১৯১৮)।
ছবি-সংগৃহীত
জীবনে মাত্র তিনটি ছবিই করেছেন স্বাতীলেখা সেনগুপ্ত। আর তিনটি ছবিই ছিল সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই ছবিগুলি হল ঘরে বাইরে (১৯৮৫) বেলাশেষে (১৯১৫), বেলাশুরু (মুক্তির অপেক্ষায়)।
ছবি-সংগৃহীত
অপুর সংসার ( ১৯৬৯), দেবী (১৯৬০), অরণ্যের দিনরাত্রি (১৯৭০) সহ একাধিক ছবিতে ভীষণই জনপ্রিয় জুটি সৌমিত্র চট্টোপাধ্যায় ও শর্মিলা ঠাকুর। সৌমিত্রর প্রথম ছবি অপুর সংসারের নায়িকা তিনিই।
ছবি-সংগৃহীত
চারুলতা (১৯৬৪), কাপুরুষ (১৯৬৫), জোড়াদিঘির চৌধুরী পরিবার (১৯৬৬) সহ একাধিক ছবিতে জুটি বেঁধেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও মাধবী মুখোপাধ্যায়।
ছবি-সংগৃহীত
'আকাশ কুসুম'(১৯৬৫), বাক্স বদল (১৯৬৫) বসন্ত বিলাপ (১৯৭৩) থেকে সাম্প্রতিক কালের 'বসু পরিবার' সহ একাধিক ছবিতে হিট জুটি ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন।
ছবি-সংগৃহীত