বিজ্ঞাপনী শুট, অতিথি হওয়ার আমন্ত্রণ! জীবন পাল্টে গিয়েছে `নকল কোহলি`র
সৌরভ গাদে। পেশায় এক বহুজাতিক নির্মাণ সংস্থার জুনিয়র ইঞ্জিনিয়র। আর দেখতে তাঁকে একেবারে যেন বিরাট কোহলির মতো। বিশেষ করে রোদচশমা পরলে তাঁকে আর বিরাট কোহলিকে যেন আলাদা করা যায় না! সেই সৌরভ গাদে পুণে টেস্টের আগে স্টেডিয়ামে হাজির হয়েছিলেন। ইচ্ছে ছিল, কোহলি প্র্যাকটিসে এলে তাঁর সঙ্গে দেখা করবেন! কিন্তু দুর্ভাগ্যবশত সেদিন কোহলি ট্রেনিংয়ে আসেননি। তাতে অবশ্য হতাশ হননি নকল কোহলি।
পুনে থেকে ২৫ কিলোমিটার দূরে ইলেওয়াদি দেহু নামের গ্রামে থাকেন সৌরভ। সেখানে সবাই তাঁকে 'দেহু কা বিরাট' বলে ডাকেন। স্থানীয় কোনও ক্রিকেট টুর্নামেন্ট হলে সৌরভকে দেখা যায় অতিথি হিসাবে হাজির থাকতে। সৌরভের বাবা সামরিক বাহিনীতে রয়েছেন। মা শিক্ষক। দাদা রাশিয়ায় পড়াশোনা করেন।
রাজনৈতিক সভা থেকে বিজ্ঞাপনী শুট, অনেক জায়গাতেই এখন দেখা যাচ্ছে নকল কোহলিকে। সৌরভের যেন জীবনটাই পাল্টে গিয়েছে।
এক বন্ধু তাঁর একটি ছবি তুলে দিয়েছিল। তার পর সেই ছবি দেখে শিরুরের এমএলএ সৌরভকে একটি রাজনৈতিক প্রচারে থাকার আমন্ত্রণ জানান। সেখান থেকে নকল কোহলির প্রচার শুরু হয়। বিরাটের মতো দেখতে। তাই প্রবল জনপ্রিয়তা পেতে শুরু করেন তিনি।
বেশ কয়েকটি পণ্যের প্রচারের জন্য বিজ্ঞাপনে এবার দেখা যাবে সৌরভকে। নির্বাচনী প্রচারে থাকার জন্য এখন থেকেই তাঁকে আমন্ত্রণ জানিয়ে রেখেছেন বেশ কিছু রাজনৈতিক নেতা। জীবনটাই যেন বদলে গিয়েছে সৌরভের।