``সৌরভ আমাকে খেলতে কখনও ভয় পায়নি, ওর কলজের জোর আছে``
গত কয়েকদিন ধরেই বিভিন্ন মঞ্চে সৌরভ গাঙ্গুলির প্রশংসা করছেন পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার। কিছুদিন আগেই শোয়েব বলেছিলেন, তিনি বাঙালিদের পছন্দ করেন। কারণ তিনি সৌরভ গাঙ্গুলিকে দেখে বুঝেছিলেন যে বাঙালিরা সাহসী হয়।
এদিন এক সাক্ষাত্কারে আখতার বলেন, আমার দেখা সবথেকে সাহসী ব্যাটসম্যান সৌরভ। নতুন বলে ও আমাকে খেলতে কখনও ভয় পেত না। ওর কলজের জোর আছে।
শোয়েব বলেছেন, শর্ট বল খেলতে সৌরভের সমস্যা হত। তা ছাড়া বডিলাইন ডেলিভারি খেলতে গিয়ে ও কিছুটা সমস্যায় পড়ত। কিন্তু কখনও সরে দাঁড়ায়নি। ও সাহস নিয়ে নতুন বলে পেসারদের ফেস করত।
ধোনি ও সৌরভের ক্যাপ্টেন্সি তুলনা নিয়ে আপত্তি তুলেছেন শোয়েব। তিনি বলেছেন ভারতীয় দলের অন্যতম সেরা ক্যাপ্টেন ধোনি। কিন্তু টিম গড়ার প্রসঙ্গ উঠলে সৌরভ শেষ কথা। তাই দুজনের তুলনা চলে না।
শোয়েব আখতার এর আগেও ধোনিকে ভারতের অন্যতম সেরা ক্যাপ্টেন বলেছেন। তবে গাঙ্গুলির প্রতি যে তাঁর আলাদা ভাল লাগার জায়গা রয়েছে সেটা তিনি বারবার বুঝিয়ে দেন।