বিশ্বচ্যাম্পিয়ন কার্লসেনের বিরুদ্ধে খেললেন সৌরভ, কোচ বিশ্বনাথন আনন্দ
একদিকে ভারত-বাংলাদেশ গোলাপি বলের টেস্ট। আরেক দিকে শহরে দাবার মেগাটুর্নামেন্ট। শহরের ক্রীড়াপ্রেমীদের এখন আনন্দের সীমা নেই।
কাল থেকে ইডেনে শুরু হচ্ছে ঐতিহাসিক গোলাপি টেস্ট। এই টেস্টে অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য দাবার বিশ্বচ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ ও ম্যাগনাস কার্লসেনকে আমন্ত্রণ জানিয়েছে বিসিসিআই।
জানা গিয়েছে টেস্টের যে কোনও একদিন ইডেনে বেল বাজিয়ে দিনের খেলা শুরু করাবেন আনন্দ ও কার্লসেন। কিন্তু তার আগে বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলিকে দেখা গেল দাবার চাল দিতে।
গ্র্যান্ড চেস টুর এর ভারত পর্ব - টাটা স্টিল চেস ইন্ডিয়া এবার অনুষ্ঠিত হচ্ছে কলকাতায়। কাল থেকে শুরু হবে টুর্নামেন্ট। তার আগে বৃহস্পতিবার হাজির হয়েছিলেন আনন্দ, কার্লসেনদের মাঝে।
সৌরভ গাঙ্গুলি এদিন খেললেন কার্লসেনের বিরুদ্ধে। তাঁর কোচ ছিলেন আনন্দ। সৌজন্যমূলক ম্যাচ ঘিরে উত্সাহ ছিল ভরপুর।