১৯ বছরের পুরনো ব্লেজার গায়ে চাপিয়ে `অদ্ভুত` উপলব্ধির কথা জানালেন সৌরভ
সরকারীভাবে বিসিসিআই-এর প্রেসিডেন্ট পদে দায়িত্ব গ্রহণ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতীয় ক্রিকেটের মসনদে বসার দিনে তিনি এমন একখানা উদ্যোগ নিলেন যা প্রশংসনীয়। সৌরভ গঙ্গোপাধ্যায় যেন প্রথম দিনই সবার মন জিতে নিলেন।
অধিনায়ক হওয়ার পর তিনি যে ব্লেজার পরেছিলেন সেটিই এদিন পরে এলেন সৌরভ। ভারতীয় দলের সেই ব্লেজার পরে সৌরভ জানালেন এক অদ্ভুত উপলব্ধির কথা।
এক সাংবাদিক সৌরভকে সেই ব্লেজার পরে আসার অনুভূতি নিয়ে প্রশ্ন করেছিলেন। সৌরভ তাতে জানালেন, ''১৯ বছর আগের ব্লেজার এটি। আজ এটা পরে আসতে মন চেয়েছিল। তবে আমি খেয়াল করলাম এটা এখন অনেক ঢিলে হচ্ছে আমার গায়ে।''
দায়িত্ব নিয়েই সৌরভ জানিয়ে দিয়েছেন, তিনি অধিনায়ক হিসাবে যেভাবে দল সামলেছিলেন এবার কর্তা হিসাবেও সেভাবেই সংস্থাকে এগিয় নিয়ে যাবেন। এদিন ধোনির ভবিষ্যত নিয়েও কথা বললেন মহারাজ। বললেন, ''একজন চ্যাম্পিয়ন এত সহজে হারিয়ে যায় না। ও দেশের গর্ব। ধোনির সঙ্গে আমার কথা হবে।''
মহম্মদ আজহারুদ্দিনের পরবর্তী ক্যাপ্টেন হিসাবে দায়িত্ব পেয়েছিলেন সৌরভ। ২০০০ সালে। ফিক্সিং-এর কালো ছায়া সেই সময় ভারতীয় ক্রিকেটকে গ্রাস করেছিল। সেই অন্ধকার সময় অধিনায়ক হয়ে দলকে নতুন আলোর দিশা দেখিয়েছিলেন সৌরভ। তার পর কেরিয়ারে অসংখ্য উত্থান-পতনে ভরা পরিস্থিতি সামলেছেন। সব পরিস্থিতিতেই তিনি যেন নিজের জায়গায় অটল ছিলেন।