দক্ষিণ-পূর্ব রেলে আধুনিকীকরণ ও যাত্রী স্বাচ্ছন্দ্যের লক্ষ্যে বিপুল বরাদ্দ মোদীর
শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: দক্ষিণ পূর্ব রেলের জন্য উপহারের ডালি নিয়ে হাজির হলেন নরেন্দ্র মোদী। যাত্রী স্বাচ্ছন্দ্যের লক্ষ্যে বরাদ্দ বাড়ল তিনগুণ।
দক্ষিণ-পূর্ব রেলে যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য গতবছর বরাদ্দ ছিল ৬৬.৪১ কোটি টাকা এবার তা বেড়ে হল প্রায় ২০১ কোটি টাকা।
তাছাড়া ট্রেনের উন্নতি ও আধুনিকীকরণের জন্য দক্ষিণ-পূর্ব রেলে বরাদ্দ করা হয়েছে ২৬ কোটি টাকা। তা গতবছর ছিল ১৩ কোটি টাকা।
রেলের আধুনিকীকরণ, স্টেশন সাফসুতরো রাখা ও আন্তর্জাতিক মানের প্ল্যাটফর্ম গড়ে তোলার লক্ষ্য নিয়েছে মোদী সরকার। পীযূষ গোয়েল ঘোষণা করেছেন, দেশে আর একটিও মানববিহীন লেভেলক্রসিং নেই। ট্রেন দুর্ঘটনার সংখ্যাও রেলের ইতিহাসে সবচেয়ে কম।