Puja Special Train | Durga Puja Special: পুজোর সময়ে হাওড়া শিয়ালদহ থেকে কত রাত পর্যন্ত চলবে লোকাল ট্রেন? রইল আপডেট...

Soumitra Sen Wed, 02 Oct 2024-6:32 pm,

পুজোর সময়ে দর্শনার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তাই বেশ কিছু সিদ্ধান্ত নিল হাওড়া ও শিয়ালদহ ডিভিশন। উভয়েই জানাল, দুর্গাপুজোর দিনগুলিতে এই দুই ডিভিশনেই গভীর রাত পর্যন্ত ট্রেন চলবে।

সেই সঙ্গে বড় রেল স্টেশনগুলিতে খোলা হবে বাড়তি কাউন্টার। অতিরিক্ত ভিড়ের মধ্যে টিকিট কাটতে যাত্রীদের যাতে লম্বা লাইন না দিতে হয় সেই কারণেই অতিরিক্ত কাউন্টার খোলার এই সিদ্ধান্ত। হাওড়ায় এখন সব মিলিয়ে ২৪টি কাউন্টার খোলা থাকে। পুজোর সময় মোট ৩০টি কাউন্টার খোলা থাকবে। শুধু তাই নয়, প্রত্যেক স্টেশনে স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন থাকবে। এছাড়া পুজোর দিনগুলিতে যাত্রীদের টিকিট কাটতে সাহায্য করার জন্য স্টেশনগুলিতে বিকেল থেকে রাত পর্যন্ত কর্মীরা থাকবেন।

পুজোর দিনগুলোয় যাত্রীসুবিধার কথা মাথায় রেখে রেল স্টেশনগুলিতে পণ্যবহনকারী ট্রলিও রাখা হবে।

সপ্তমী, অষ্টমী ও নবমীতে হাওড়া-বর্ধমান মেন এবং কর্ড লাইনে গভীর রাতে তিনটি ট্রেন চালানো হবে। রেলসূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে আলোচনায় স্থির হয়েছে-- রাত ১১:৪৫, ২টো এবং  ২:৪৫-য়ে হাওড়া থেকে ট্রেনগুলি ছাড়বে।

শিয়ালদহ মেন, শিয়ালদহ দক্ষিণ এবং বনগাঁ শাখাতেও গভীর রাতে এই পুজো স্পেশাল ট্রেন চালানো হবে বলে রেলের তরফে জানানো হয়েছে। 

যাত্রীদের সুবিধার্থে স্টেশনে মেডিক্যাল হেল্প বুথ রাখা হবে। পুজোর দিনগুলিতে রেল স্টেশনের ফুডপ্লাজায় মিলবে নানারকম সাত্ত্বিক ও পুজো স্পেশ্যাল মেনুও! এবার যাত্রীনিরাপত্তার দিকেও কড়া নজর রয়েছে রেলের। জিআরপির সঙ্গেই হাওড়া-শিয়ালদহ-সহ সমস্ত বড় স্টেশনগুলিতে ৫০০ আরপিএফ কর্মীও থাকবেন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link