৮০০ বছর পর জেগে উঠেছে আগ্নেয়গিরি, একেবারে কাছ থেকে ক্যামেরাবন্দি ভয়ংকর সুন্দর দৃশ্য
নিজস্ব প্রতিবেদন: ৮০০ বছর পর হঠাৎই জেগে উঠেছে আগ্নেয়গিরি। পর্যটকের মাঝে সেই অগ্নুৎপাতের ভিডিওকে ক্যামেরাবন্দি করা হয়েছে। যা এখন ভাইরাল নেটপাড়ায়। টগবগ করে ফুটছে লাভা। ছিটকে এসে পড়ছে গনগনে লাল সেই লাভা।
তবে ভয়ঙ্কর সুন্দর সেই অগ্নুৎপাতের ভিডিও। ড্রোনের মাধ্যমে তোলা হয়েছে সেই মুহূর্ত। ইউটিউবার বর্ন স্টেনবেক (Bjorn Steinbekk) শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
একেবারে আগ্নেয় গিরির মুখে গিয়ে টগবগে ফুটতে থাকা লাভার ছবি তুলেছে ড্রোন। ওয়াকিবহালমহল জানাচ্ছে, এত কাছে গিয়ে ঘটনাক্রমের ভিডিও আগে কখনও তোলা হয়নি।
এটি আইসল্যান্ডের ফ্যাগ্রাডালসফল (Fagradalsfjall) আগ্নেয়গিরি। আইসল্যান্ডের রাজধানী রেইকাজিক থেকে কিছুটা দূরে অবস্থিত এই আগ্নেয়গিরিটিতে সম্প্রতি অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। তারপর থেকে অনবরত লাল উজ্জ্বল লাভা উদগিরণ করে চলেছে।
এলাকার আকাশ লাল বর্ণে রাঙিয়ে উঠছে। আগ্নেয়গিরির কাছে কোনও লোকালয় নেই তাই ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।
ইউরোপের মধ্যে আইসল্যান্ডেই একাধিক জাগ্রত আগ্নেয়গিরি রয়েছে। প্রতি বছরই কোনও না কোনও আগ্নেয়গিরি জেগে ওঠে। ভুমিকম্পের মুখে পড়ে স্থানীয় এলাকা।