Accident in Vidyasagar Setu: ট্রাকের ধাক্কায় উপড়ে গেল রেলিং-লাইট পোস্ট, বিদ্যাসাগর সেতুতে তৈরি হল বিশাল গর্ত
প্রবল গতিতে বিদ্যাসাগর সেতুর মাঝের রেলিংয়ে ধাক্কা মারল ভারী ট্রাক। সেই ধাক্কায় উপড়ে গেল রেলিং।
-তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
বুধবার সকালে লুব্রিকেন্টের ড্রাম বোঝাই ওই ট্রাকটি প্রবল গতিবেগে বিদ্যাসাগর সেতু পার করছিল। টোল প্লাজার প্রায় দুশো মিটার আগে ট্রাকটি কোনওক্রমে নিয়ন্ত্রণ হরিয়ে ফেলে ধাক্কা মারে রাস্তার মাঝে থাকা রেলিং ও লাইট পোস্টে। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
ট্রাকটির গতি এতটাই বেশি ছিল যে রেলিং ও বাতিস্তম্ভটিকে উপড়ে ১৫-২০ মিটার টেনে নিয়ে যায় সেটি। এর ফলে সেতুর দুদিকের লেনের মাঝখানে বিশাল গর্ত হয়ে যায়। গর্তের সামনে ঝুলতে থাকে ট্রাকের চাকা। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ড এবং হেস্টিংস থানার পুলিস রেকার দিয়ে টেনে ট্রাককে ফের হাওড়াগামী লেনে ফেরায়। পরে সেটিকে থানায় নিয়ে যাওয়া হয়। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল
ঘটনার সময় গাড়ির গতি ঠিক কতটা ছিল, তা স্পিড মিটার মেপে পরীক্ষা করে দেখা হচ্ছে। দিনের ব্যস্ত সময়ে এই ঘটনার জেরে কিছুক্ষণের জন্য সেতুর ওপর যান চলাচলের গতি কমে আসে। তৈরি হয় গাড়ির দীর্ঘ লাইন। তবে আধ ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। -তথ্য ও ছবি-অয়ন ঘোষাল