বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণপত্রে রাজ্যের শিক্ষামন্ত্রী `patha` চট্টোপাধ্যায়, ভাইরাল সোশ্যালে
রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামে বড়সড় গলদ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে।
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে রাজ্যের শিক্ষামন্ত্রীর নাম লেখা হয়েছে, 'পাঠা' বা ইংরেজিতে 'patha'। (সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া ছবি।)
আগামী ২৯ নভেম্বর বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। ওই অনুষ্ঠানে আমন্ত্রণপত্রেই মন্ত্রীর নাম থেকে একটি অক্ষর গায়েব! (সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাওয়া ছবি।)
ইংরেজি নামে এমন ভুল কর্তৃপক্ষের নজরে আসার আগেই তা ভাইরাল হয়ে গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর তড়িঘড়ি ছাপানো হয় নতুন আমন্ত্রণপত্র।
বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবনারায়ণ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ''আমন্ত্রণপত্রে নামের বানান ভুল নজরে আসে। সঙ্গে সঙ্গে কার্ডটি সংশোধন করে সকলের কাছে পাঠানো হয়েছে''। ছাপাখানা থেকে ভুল হয়েছে বলে দাবি দেবনারায়ণবাবুর।