সপ্তাহে ৪ দিন কলকাতা-চট্টগ্রাম রুটে চলবে SpiceJet-এর বিমান
ভারত ও বাংলাদেশের মধ্যে নতুন ৮ উড়ান চালু করছে SpiceJet। আগামী ৫ নভেম্বর থেকে শুরু হবে ওইসব উড়ান।
SpiceJet এর আন্তর্জাতিক গন্তব্যের তালিকায় এবার যোগ হল চট্টগ্রাম। সপ্তাহে ৪ দিন কলকাতা-চট্টগ্রাম রুটে চলবে SpiceJet এর নন-স্টপ বিমান।
আগামী ৫ নম্ভেম্বর থেকে SpiceJet এর উড়ান শুরু হবে দিল্লি-ঢাকা-দিল্লি, কলকাতা-ঢাকা-কলকাতা ও চেন্নাই-ঢাকা-চেন্নাই রুটে।
ওইসব রুটে SpiceJet চালাবে Boeing 737 ও Bombardier Q400 বিমান।
কলকাতা-চট্টগ্রাম রুটে ভাড়া পড়বে ৪,২৫৫ টাকা। চট্টগ্রাম-কলকাতা রুটের ভাড়া হবে ৪,৯৩৯ টাকা। কলকাতা-ঢাকার ভাড়া ৪,৬৩৮ টাকা। ঢাকা-কলকাতা রুটে ভাড়া ৫,৪৭৮ টাকা। অন্যদিকে, দিল্লি-ঢাকা রুটে ভাড়া ৭,৭৪৯ টাকা। ঢাকা-দিল্লির ভাড়া ১০,১৩৫ টাকা। চেন্নাই-ঢাকার ভাড়া ৫১২৮ টাকা, ঢাকা-চেন্নাই ভাড়া ৭,৩০৮ টাকা।