এক ফ্রেমে মায়ের সঙ্গে ক্রীড়া তারকারা
অমৃতসরে স্বর্ণমন্দির দর্শনে মা শবনম সিংয়ের সঙ্গে যুবরাজ।
শাটলার পিভি সন্ধুর সঙ্গে মা বিজয়ালক্ষ্মী
পঞ্জাবের স্বর্ণমন্দিরে ভারতের ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি এবং তাঁর মা সরোজ কোহলি।
জলান্ধরে ভোট দিয়ে মা অবতার কাউরের সঙ্গে হরভজন সিং
২০০৫ সালে ৩৫তম টেস্ট খেলতে নামার আগে সচিনকে আশীর্বাদ করছেন মা রজনী তেন্ডুলকর
অলিম্পিক্সে সোনা জয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা, মা বাবলি এবং বাবা এস বিন্দ্রা।
২০০৫ সালে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মা জেনিফার পেজের সঙ্গে লিয়েন্ডার
অলিম্পিয়ান বক্সার মেরি কম এবং তাঁর মা আখম কম।