খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত স্প্রিন্টার হিমা দাস
দেশের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য মনোনীত হলেন স্প্রিন্টার হিমা দাস।
২০১৮ সালে ফিনল্যান্ডে অনূর্ধ্ব ২০ বিশ্ব চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার ইভেন্টে সোনা জিতে গোটা দেশের কাছে পরিচিত নাম হয়ে ওঠেন অসমের হিমা দাস।
২০১৮ সালে জাকার্তা এশিয়ান গেমসে জোড়া সোনা ও একটি রূপো জিতে দেশের নাম উজ্জ্বল করেন হিমা।
সেবছরই (২০১৮ সালে) অর্জুন পুরস্কারে সম্মানিত হন হিমা দাস।
এবার মাত্র ২০ বছর বয়সে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের জন্য হিমার মনোনয়ন পাঠাল অসম সরকার। অসমের ক্রীড়ামন্ত্রী দুলাল চন্দ্র দাস হিমার নাম খেলরত্ন পুরস্কারের জন্য সুপারিশ করেছে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে।