Kishmish 25 Days Party Photo: `কিশমিশ`-এর সাকসেস পার্টিতে দেব-রুক্মিনী, প্রেমিক অভিরূপের সঙ্গে হাজির শ্রাবন্তী
নিজস্ব প্রতিবেদন: বক্স অফিসে সাফল্য পেয়েছে দেব রুক্মিনীর ছবি কিশমিশ। সেই ছবির ২৫ দিন পূর্ণ হওয়ার পর সাকসেস পার্টি থ্রো করেন প্রযোজক দেব। সেই পার্টিতে আমন্ত্রিত ছিলেন টলিউডের তারকারা।
কিশমিশে দেবের মায়ের চরিত্রে অভিনয় করেছেন অঞ্জনা বসু। পার্টিতে হাজির ছিলেন তিনি।
এছাড়াও কিশমিশের সাফল্যে সামিল হয়েছিলেন আবীর চট্টোপাধ্যায়।
কিশমিশের ২৫ দিনের পার্টিতে হাজির হয়েছিলেন পরিচালক রাজা চন্দ ও তাঁর স্ত্রী পিয়ান।
দেব রুক্মিনীর বন্ধু অভিনেত্রী তৃণা সাহাকেও দেখা গেল পার্টিতে।
প্রেমিক অভিরূপের সঙ্গেই এদিনের পার্টিতে এসেছিলেন শ্রাবন্তী।
তবে অভিরূপের সঙ্গে ছবি তোলেননি শ্রাবন্তী, পর্দার নায়ক দেবের সঙ্গেই ফ্রেমবন্দি হলেন তিনি।