`আমার দ্বিতীয় সন্তান`, নতুন পথ চলায় ভক্তদের ভালবাসা চাইলেন শ্রাবন্তী
বর্তমানে ফের পেজ থ্রি-র শিরোনামে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তৃতীয় স্বামী রোশনের সঙ্গে শ্রাবন্তীর অশান্তি শুরু হয়েছে। ওই খবর প্রকাশ্যে আসার পর থেকেই অভিনেত্রীকে নিয়ে তুমুল চর্চা শুরু হয়েছে নেটিজেনদের একাংশের মধ্যে। এসবের মধ্যে এবার নিজের 'দ্বিতীয় সন্তানের' সঙ্গে ভক্তদের পরিচয় করালেন অভিনেত্রী
নিজের 'দ্বিতীয় সন্তানের' কথা বলতে কাকে বুঝিয়েছেন অভিনেত্রী, তা নিয়ে শোরগোল শুরু হতেই, ফের স্পষ্ট করে নিজের বক্তব্যকে প্রকাশ করেন শ্রাবন্তী
তিনি বলেন, তাঁর নতুন জিম ফিটনেস এম্পায়ারকেই দ্বিতীয় সন্তান বলে ব্যাখ্যা করেছেন তিনি। শুধু তাই নয়, ফিটনেস এম্পায়ার সব সময় তাঁর হৃদয়ের কাছাকাছি বলেও মন্তব্য করেন অভিনেত্রী
রবিবার ফিটনেস এম্পায়ারের উদ্বোধন করবেন বলে আগেই জানিয়েছিলেন অভিনেত্রী। সেই অনুযায়ী, নতুন জিমের উদ্বোধনের পর তাকে নিজের 'দ্বিতীয় সন্তান' বলে ব্যাখ্যা করেন অভিনেত্রী
নতুন শরীর চর্চা কেন্দ্রের উদ্বোধন করে শ্রাবন্তী জানান, এটা সব সময় তাঁর হৃদয়ের কাছাকাছি। নতুন এই পথ চলায় ভক্তরা এবং শুভানুধ্যায়ীরা যাতে তাঁর পাশে থাকেন, সেই আশাও প্রকাশ করেন শ্রাবন্তী