``আগে আমার চোখে হারাও, তবে তো ক্লিভেজ...``, Sreelekha-র কথায় গুঞ্জন
'আগে আমার চোখে হারাও, তবে তো ক্লিভেজ...।' সোমবার নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে এমনই ক্যাপশন দিতে দেখা যায় শ্রীলেখা মিত্রকে। টলিউডের ওই অভিনেত্রীর ছবি এবং ক্যাপশন দেখে, তাঁর অনুরাগী থেকে শুরু করে টলিউডের একাধিক ব্যক্তি তাঁর উপর ভালবাসা প্রকাশ করতে শুরু করেন
সম্প্রতি শরীর চর্চা করে নিজেকে 'ফিট অ্যান্ড ফাইন' রাখার চেষ্টা করছেন বলে স্টেটাস শেয়ার করেন শ্রীলেখা মিত্র। শরীর চর্চার সময় বিভিন্ন ছবি শেয়ার করেন শ্রীলেখা। তিনি যে টলিডের অন্যতম সাহসী অভিনেত্রী, মেকআপ ছাড়া লুক প্রকাশ করে সেই বার্তা বার বার দিতে দেখা যায় অভিনেত্রীকে
শরীর চর্চার সময় ছবি শেয়ার করে বিভিন্ন ক্যাপশন যোগ করতে দেখা যায় শ্রীলেখাকে। শরীর চর্চার পোশাক পরে ছবি শেয়ার করার পরই বিভাজিকা নিয়ে ওই সাহসী ক্যাপশন যোগ করেন শ্রীলেখা। যা দেখা ভালবাসা প্রকাশ করেন গীত রায় সহ একাধিক অভিনেত্রী
শ্রীলেখা মিত্র কি কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন! এমন প্রশ্ন উঠে আসতে শুরু করে বিভিন্ন মহলে। যদিও যাঁকে নিয়ে এত গুঞ্জন ছড়াচ্ছে, তিনি রাজনীতিতে যোগদানের বিষয়ে কিছু জানেন না। তাই বিষয়টি নিয়ে মন্তব্য করবেন না বলে একাধিকবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে মত প্রকাশ করেন শ্রীলেখা মিত্র
সম্প্রতি মেয়ের জন্মদিনে 'টুম্পা সোনার' ধুনে নাচতে দেখা যায় শ্রীলেখা মিত্রকে। শ্রীলেখার ওই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়