বিস্ফোরণের ১০ দিন আগেই হামলাকারী গোষ্ঠীর নাম-টার্গেট সম্পর্কে শ্রীলঙ্কাকে জানিয়েছিল ভারত

Thu, 25 Apr 2019-6:56 am,

হামলার ১০ দিন আগেই শ্রীলঙ্কাকে সতর্ক করেছিল ভারত। শুধু তাই নয়, কোন গোষ্ঠী হামলা চালাতে পারে তাও সে দেশের সরকারকে জানানো হয়েছিল।

একটি সর্বভারতীয় দৈনিকের খবর অনুযায়ী, হামলাকারী গোষ্ঠী হিসেবে ভারত ন্যাশনাল তৌহিদ জামাতের নাম করে। শুধু তাই নয়, সংগঠনের নেতাদের নাম, ঠিকানা ও তাদের ফোন নম্বরও দেওয়া হয়।

তিন পাতার ওই নথিতে ভারত উল্লেখ্য করে, টার্গেট করা হতে পারে একাধিক চার্চ ও ভারতীয় দূতাবাসকে।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিলের ওই ধারাবহিক বিস্ফোরণে এখনও পর্যন্ত ৩৫৯ জনের মৃত্যু হয়েছে। আহত ৫০০।

এরকম একটা খবর পাওয়ার পরও সরকার ব্যবস্থা নিল না কেন? শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘে সংবাদমাধ্যমে জানিয়েছেন, ভারতরে কাছে থেকে গোয়েন্দা রিপোর্ট এসেছিল বটে তবে তা প্রশাসনের সবস্তরে জানানো হয়নি।

ধারাবাহিক বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। সরকারের তরফে বলা হচ্ছে হামলাকারীরা সংখ্যায় ছিল ৯ জন। এদের মধ্যে এক মহিলাও রয়েছে। এরা সবাই উচ্চশিক্ষিত।এদের অনেকেই আবার শ্রীলঙ্কার উচ্চবিত্ত পরিবারের সন্তান। বহুবার বিদেশ ভ্রমণ করেছে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link