দেশজুড়ে ধারাবাহিক বিস্ফোরণ জড়িত, শ্রীলঙ্কায় নিষিদ্ধ আইএস ঘনিষ্ঠ ২ ইসলামি সংগঠন

Sun, 28 Apr 2019-6:58 am,

দেশের ২ ইসালমি সংগঠনের বিরুদ্ধে শেষপর্যন্ত ব্যবস্থা নিল শ্রীলঙ্কা সরকার। রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা তাঁর বিশেষ ক্ষমতা প্রয়োগ করে নিষিদ্ধ করলেন ওই দুই সংগঠনকে।

নিষিদ্ধ ২ সংগঠন হল ন্যাশনাল তৌহিদ জামাত(এনটিজে) ও জামাত-ই-মিল্লাতু ইব্রাহিম(জেএমআই)।

এই দুই সংগঠেনর সঙ্গেই আইএস এর সঙ্গে যোগাযোগ রয়েছে বলে মনে করছে শ্রীলঙ্কা পুলিস। গত ২১ এপ্রিল বিস্ফোরণের পেছনে ন্যাশনাল তৌহিদ জামাতকেই দায়ি করছে শ্রীলঙ্কা সরকার। যদিও আইএস ওই বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ওই দুই সংগঠনের কার্যকলাপ নিষিদ্ধ করা হল। পাশাপাশি তাদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হল। দেশের অন্যান্য জঙ্গি সংগঠনগুলিকেও নিষিদ্ধ করা হবে।

উল্লেখ্য, ২১ এপ্রিল কলম্বো-সহ দেশের ৮ জায়গায় বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এখনও পর্যন্ত এইসব বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন ২৫৯ জন। আহত ৫০০।

বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে এখনও পর্যন্ত ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে এক জঙ্গি দমন অভিযানে নিহত হয়েছে ৯ জন।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link