`শ্রী`নেই! অনিলে বাড়িতে ছুটে এলেন রানি, রেখা, রজনী
শ্রীদেবী আর নেই। এখবর পাওয়া মাত্রই সব কাজ ছেড়ে মুম্বই ফিরেছেন বনি কাপুরের পরিবারের সদস্যরা। অনিল কাপুরের বাড়িতেই আসছেন তারকারা। সেখানে পৌঁছেছেন বনি কাপুরের প্রথম পক্ষের মেয়ে অংশুলা কাপুরও। অংশুলা বনি কাপুরের প্রথম পক্ষের স্ত্রী মোনা কাপুরের মেয়ে, অর্জুন কাপুরের বোন।
সৎ মা শ্রীদেবীর মৃত্যুর খবর পেয়ে নমস্তে ইংল্যান্ডের শ্যুটিং ছেড়ে মুম্বই ফিরেছেন অর্জুন কাপুরও। তিনিও এসে ওঠেন অনিল কাপুরের বাংলোয়।
অনিল কাপুর চণ্ডীগড়, 'এক লেড়কি কো দেখা তো এয়স্যা লাগা'র শ্যুটিংয়ে ব্যাস্ত ছিলেন, বৌদির মৃত্যুর খবর পেয়ে তিনিও তড়িঘড়ি ফেরেন মুম্বইয়ে।
বাবা অনিল কাপুরের সঙ্গে শ্যুটিং ছেড়ে চণ্ডীগড় থেকে মুম্বইয়ে ফেরেন সোনম কাপুরও।
দুবাইতে মোহিত মারওয়ার বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলেন অনিল কাপুর ও বনি কাপুরের ভাই সঞ্জয় কাপুরের স্ত্রী মহিপ ও মেয়ে সানায়া কাপুর।
অনিল কাপুরের বাড়িতে পৌঁছন শ্রীদেবীর ঘনিষ্ঠ বন্ধু মণীশ মালহোত্রা, প্রসঙ্গত, তিনিও গিয়েছিলেন দুবাইয়ের ওই বিয়ের অনুষ্ঠানে।
শ্রীদেবীর মৃত্যুর খবরে পেয়ে অনিলের বাড়িতে আসেন কোরিওগ্রাফার বৈভবী মার্চেন্ট।
ঘনিষ্ঠ বন্ধুর মৃত্যুর খবর পেয়েই ছুটে আসেন রেখা।
শ্রীদেবীর মৃত্যুর খবর পেয়ে ছুটে আসেন রানি মুখোপাধ্যায়ও।
শ্রীদেবীর সঙ্গে 'প্রিয়া', 'ধর্মা যোদ্ধম', 'পক্কিরি রাজা' সহ একাধিক তামিল ছবিতে রজনীকান্তের সঙ্গে অভিনয় করেন শ্রীদেবী। তাঁর শেষযাত্রায় সামিল হতেই মুম্বইয়ে পৌঁছন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।